শিক্ষাবিদ আব্দুস শাকুরের মাতৃবিয়োগে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৫:৫৬:৫৬ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুরের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুরের মাতা ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি দ্বীনদার ও পরহেযগার নারী হিসেবে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের নিকট ছিলেন শ্রদ্ধার পাত্র। তিনি পরোপকারি ও দানশীলা নারী ছিলেন, সর্বদা অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেন। আল্লাহ পাক রাব্বুল আল আমীন মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি