তাহিরপুরে আওয়ামীলীগের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:১০ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত শিখরের দিকে নিয়ে যাচ্ছেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ সারাবিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে, সেই অর্জন ধরে রাখতে এবং উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এবং সাবেক চেয়ারম্যান আফতাফ উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তুজা, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, সহ সভাপতি আবুল খায়ের, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, আলমগীর থোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, তাহিরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সভাপতি জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, রুম্মন মিয়া, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ লিমন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন, বিপ্লব হাসান ইমন প্রমুখ। বিজ্ঞপ্তি