বিশ্বনাথে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী ইয়াহইয়ার মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৭:৫০:১৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে আবারো নির্বাচনে প্রার্থী হয়েছি। বিগত দিনে সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ নিয়ে উন্নয়ন করার চেষ্টা করেছি।তিনি শনিবার বিশ্বনাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিশ্বনাথ পৌরশহরের পুরাতন বাজারস্থ একটি হোটেলে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল-আল-রাজী চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল মিয়া, যুগ্ম-আহবায়ক আবুল খায়ের মেম্বার, সদস্য সচিব এ কে এম দুলাল, যুব সংহতির আহবায়ক গোলাম জবদানি, সদস্য সচিব শোয়েব মিয়া, সেচ্চাসেবক পার্টির আহবায়ক এস এম শামিম, সদস্য সচিব মীর খোকন, পৌর জাতীয় পার্টির আহবায়ক নাজিম চৌধুরী, যুগ্ম আহবায়ক দিলবর আলী ও সদস্য সচিব ইছবর আলীসহ জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।