বিদ্যুতের উচ্চ বিল নিয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৭:৫১:০৪ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তবে সহনীয় দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। নির্ধারিত সরকারি ফি’র বাইরে ঘুষ দিয়ে কাউকে কাউকে সংযোগ নিতে হচ্ছে। এছাড়া প্রায় ৩৮ শতাংশ গ্রাহক অভিযোগ করেছেন উচ্চ বিদ্যুৎ বিল নিয়ে। আর ১৯ শতাংশের অভিযোগ লোডশেডিং নিয়ে।
যেকোন মূল্যে গ্রাহকের অধিকার নিশ্চিত কারার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উল্লেখ করে বলেন, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সমিতির বিভিন্ন পদে থাকার সময়ে ৩৩২ কোটি টাকা আত্মসাৎকারীদের দ্রুত গ্রেফতার করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কোটি কোটি টাকা উদ্ধার করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি