গাজী বোরহান উদ্দীন মেধাবৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ৭:৫৪:২৫ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমাদের শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে হবে, তাহলে তারা অনেকদূর এগিয়ে যেতে পারবে। এই প্রেক্ষাপটে কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা বা বৃত্তি প্রদানের কারণে তারা খুশি ও অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে এই সংবর্ধিত শিক্ষার্থীরা যখন স্বাবলম্বী হবে তখন তাদেরকেও অন্যদের পাশে এভাবে দাঁড়াতে হবে।
ঐতিহ্যবাহী মোহাম্মদ সফিক হাই স্কুলে শনিবার প্রথম বারের মতো গাজী বোরহান উদ্দিন (রহ) মেধাবৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাজী মোহাম্মদ সফিক হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ৩১ ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ। স্কুলের সহকারী শিক্ষক উম্মে খাদিজা ও নাঈম আহমদের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অসীম কুমার দেব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ৫০জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি