মাওলানা শাকুরের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৫:৪০:২৩ অপরাহ্ন
জৈন্তাপুর উপজেলার হরিপুর বাগেরখাল দলইপড়া গ্রামের প্রবাস ফেরত মাদরাসা শিক্ষক হাফিজ মাওলানা আব্দুশ শাকুরের খুনিদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও পুলিশ উপ কমিশনার বরাবরে হরিপুর পাঁচভাগ পরগনার পক্ষ থেকে হরিপুর বাজার মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা হিলাল আহমদের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে মাওলানা আব্দুশ শাকুরের পরিবারের উপযুক্ত ক্ষতিপুরণ ও নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন হেমু মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি জিল্লুর রহমান কাসিমী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, হরিপুর বাজার মাদ্রাসা শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন, কামরুল ইসলাম বাগেরখাল মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল ওয়াদুদ, হাফিজ আলী আহমদ, মাওলানা আব্দুল্লাহ জৈন্তাপুরী, আব্দুল হান্নান প্রমুখ।