বড়লেখায় প্রতিবন্ধী দিবসে উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৬:১৮:০৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় রোববার আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও ১৫ জন হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, সমাজসেবক সাহাব উদ্দিন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি মজনু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমদ প্রমুখ।