প্রতিবন্ধীদেরও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে: অতিরিক্ত বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৬:৩৫:৪৭ অপরাহ্ন
প্রতিবন্ধীদেরও সামনের দিকে এগিয়ে নিতে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। যাতে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে। সমাজের সকল অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
রোববার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সিটি কর্পোরেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনাসভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. আব্দুর রফিক।
প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে দেবজিৎ সিংহ বলেন, সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে আসছে, বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, সিলেটে ৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও সিলেট জেলার প্রতিটি উপজেলায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম ও প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ চলমান রয়েছে। আগামীতে এসব সেবাদান কার্যক্রম ও অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি পাবে আশা করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, প্রতিবন্ধীরা যেন বঞ্চনার স্বীকার না হয়, সমাজে বোঝা বা হেয় প্রতিপন্ন না হয় সেই সমতা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তাদের সুযোগ করে দিতে হবে।
প্রতিবন্ধীদের সহায়তাকারী বিভিন্ন সংগঠনের কাজের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে আগামীতেও এ ধারা অব্যাহত রেখে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারকে সহায়তা করবেন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি