জাপার প্রার্থী আতিকের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৬:৪০:১৯ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) থেকে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, সিলেটের সংবাদিকদের সাথে আমার পারিবারিক সম্পর্ক। বিগত ৪২ বছর যাবত আমি দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষের সেবা করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনের মত আমাকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করছি।
তিনি রোববার মধুবন সুপার মার্কেটস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ের রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে এসোসিয়েশনের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, এসোসিয়েশনের সদস্য ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, আবু বক্কর, মামুন হোসেন, আজমল আলী, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি