কুলাউড়ায় প্রচেষ্টার জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৭:৫১:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার এনজিও সংস্থা প্রচেষ্টা এর আয়োজনে ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রচেষ্টার চেয়ারম্যান ময়ূব হোসেন সরদার এর সভাপতিত্বে ও ফিল্ড কো-অর্ডিনেটর সুজিত বাড়াইক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা। প্রচেষ্টা ক্যাম্পাসে রোববার আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রচেষ্টার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি মো: সেলিম আহমদ চৌধুরী, সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য সুষমা রানী বৈদ্য প্রমুখ। সভাশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।