নগরে যানবাহন বাড়লেও ছাড়েনি দূরপাল্লার বাস
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৮:২৫:২৬ অপরাহ্ন
৯ম দফা অবরোধের ১ম দিন
স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের ৯ম দফায় ডাকা অবরোধের ১ম দিনে নগর এলাকায় যানবাহন বাড়লেও ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। বিচ্ছিন্নভাবে আন্তঃজেলা বাস চলাচল করলেও যাত্রী কম থাকায় বাস চলাচল ছিল সীমিত। রোববার অবরোধের ১ম দিনে নগরীর বিভিন্ন পয়েন্টে পৃথক বিক্ষোভের খবর পাওয়া গেলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন কেউ আটকের কোন খবর পাওয়া যায়নি।
রোববার সরেজমিন দেখা গেছে, অবরোধ চলাকালে শহরের অভ্যন্তরের যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে যানবাহন বেড়েছে। শহরে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটারসাইকেল, লেগুনা ও পিকআপের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনও চলাচল করতে দেখা গেছে। তবে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তেমন যানবাহন দেখা যায়নি।
রোববার দিনভর সিলেট থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি, তবে ছোট ছোট পরিবহনে ভেঙে ভেঙে অনেকেই ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন। এতে বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোববার দুপুরের বেশ কিছু দোকানপাট খুলছেন ব্যবসায়ীরা। এছাড়াও নগরীর কয়েকটি বিপণিবিতানও খোলা রাখতে দেখা গেছে, তবে বিপণিবিতানের ফটকগুলোয় নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিকে, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। হুমায়ূন রশীদ চত্বর এলাকাতেও সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ওই এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল আরোহীদের যাত্রী পরিবহনের জন্য কথা বলতে দেখা যায়।
রোববার সিলেটের বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনে বিক্ষোভ ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর জিন্দাবাজার এলাকায় মিছিল বের করে। এছাড়া দেড়টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে পৃথক মিছিল বের করা হয়।