গাজায় ইসরায়েল কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি: হামাস
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৮:৪৯:৪৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছে হামাস। রোববার হামাস পলিটব্যুরো সদস্য ইজ্জাত আর-রিশক এক বিবৃতিতে বলেছেন, তারা এর মাধ্যমে সংশ্লিষ্ট সবার উদ্দেশে এই বার্তা দিয়েছেন যে, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে চমকে দিয়েছে এবং তাদেরকে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দিয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখ-ে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাস। এতে ১৪শ ইসরায়েলি প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশির ভাগই বেসামরিক।
সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। হামাসের পক্ষ থেকেও প্রথম এমন আভাস মিলে। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতারের জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হয় ১ ডিসেম্বর। এরপর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।
এই সময়ে ইসরায়েলি ভূখ-ে হামলা করেছে হামাসও। ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। তেল আবিবের পাশাপাশি আরো কয়েকটি ইসরাইলি শহরেও শনিবার রাতে সাইরেন বেজে ওঠে। শনিবার রাতের রকেট হামলার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। এতে দেখা যাচ্ছে, গাজার উত্তর অংশ থেকে একের পর এক রকেট ছুটে যাচ্ছে ইসরায়েলি ভূখ-ের দিকে।
ইজ্জাত আর-রিশক বলেন, ‘ইসরায়েলি সেনারা যেসব এলাকা দখল করে নিয়েছে বলে দাবি করছে সেসব এলাকায়ও আমাদের সরব উপস্থিতি রয়েছে।’ তিনি বলেন, ‘শুধু রকেট নিক্ষেপ করেই আমাদের যোদ্ধারা ক্ষান্ত হয়নি বরং গাজার বিভিন্ন ফ্রন্টে তাদের বিরুদ্ধে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। নেতানিয়াহু ও তার সেনারা গাজায় কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।’