জাপা’র প্রার্থী ইয়াহইয়ার সকালে স্থগিত দুপুরে বৈধ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৯:০০:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সকালে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত বলে ঘোষণা দেওয়া হয়। তবে কয়েক ঘণ্টা যেতে না যেতেই আগের ঘোষণাটি পাল্টে যায়। দুপুরে তার মনোনয়ন বৈধ হিসেবে ফের ঘোষণা দেওয়া হয়।
এরআগে রোববার সকালে যাচাই-বাছাই শেষে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়নপত্র স্থগিত করেন। এ সময় বলা হয়- ইয়াহইয়া চৌধুরী আয়করের রিটার্ন সংক্রান্ত কাগজপত্র মনোনয়নপত্রের সাথে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে তখন বলা হয়। পরে দুপুরের দিকে ইয়াহইয়া চৌধুরী আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।