একটু একটু করে বাড়ছে শীত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৫:১১ অপরাহ্ন
সিলেটে দেখা মিলছে কুয়াশার
স্টাফ রিপোর্টার: ধীরে ধীরে কমতে শুরু করেছে সিলেটের তাপমাত্রা। সন্ধ্যার পর থেকে সকাল ৭টা পর্যন্ত শীত অনুভব হচ্ছে। দেখা মিলছে কুয়াশারও। তবে গত বছর এই সময়ে যে তাপমাত্রা ছিল এবার তার চেয়ে তাপমাত্রা বেশি বলে জানা গেছে।
রোববার (৩ ডিসেম্বর) সিলেটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, সারাদেশের ন্যায় সিলেটেও একটু একটু করে শীত বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। তবে গতবারের চেয়ে ধীরে কমছে তাপমাত্রা।
এদিকে সিলেটে সকাল-সন্ধ্যা মানুষকে হালকা শীতের কাপড় পড়তে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসল্লিরাও শীতের কাপড় পরে নামাজে আসছেন।টুকেরবাজারে জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি আলতাফ হোসেন বলেন, কিছুটা শীত অনুভত হচ্ছে। ভোরে শীতের কাপড় গায়ে দিয়ে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে। তবে তেমন শীত লাগছেনা।
নগরীর মদীনা মার্কেট এলাকায় রোববার ভোরে দেখা মেলে কয়েকজন শ্রমিকের সাথে। সকলে উড়া-কুদাল নিয়ে কাজে যাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছে। প্রতিদিনই এখানে কাজের লোকজন জমায়েত হন। রোববার সবার পড়নেই ছিল হালকা শীতের পোষাক। কয়েকজন জানান, ভোরবেলা আমরা এখানে এসে দাঁড়াই। গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা বেশি, তাই একটা শীত লাগছে। ভোরে ঠাণ্ডা লাগলেও যখন কাজে লেগে যাই তখন আর শীত লাগেনা।