কাতার থেকে মোসাদ কর্মকর্তাদের প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৩, ৯:৪১:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : কাতার থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি বিষয়ে মিসর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতা করছে কাতার। খবর আলজাজিরার।শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বন্দিবিনিময় নিয়ে আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় নেতানিয়াহুর নির্দেশে দোহায় থাকা মোসাদের সদস্যদের দেশে ফিরে আসার আদেশ দিয়েছেন মোসাদপ্রধান ডেভিড বার্নিয়া।
এ ছাড়া বিবৃতিতে হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত পূরণ করেনি বলেও অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী, গাজায় বন্দি সব ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের।ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে এমন বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর হামাস বলেছে, গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তারা আর কোনো বন্দিবিনিময় করবে না।
দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই।যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। নতুন করে হামলা শুরুর প্রথম দিনে গাজায় ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।