তাহিরপুরে শিশুদের মধ্যে ক্রিস্টমাস উপহার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৫:৪৯:৩১ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ক্রিস্টমাস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিশুদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন এপি এর আয়োজনে নিজ কার্যালয়ে উপজেলার ৪৬১০ জন তালিকাভুক্ত শিশুদের মধ্যে ১টি কম্বল, ৫টি খাতা ও ৮টি কলম প্রধান অতিথি হিসেবে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিভূধান বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, এপি স্পসরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার বাবুল ম্রং, ডিআরআর প্রজেক্ট ম্যানেজার জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।