কম্পিউটার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৫:৫২:২৩ অপরাহ্ন
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট নগরীর আম্বরখানার একটি অভিজাত হোটেলের মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থ বছরের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ এবং সিদ্ধান্তসমূহ অনুমোদিত হয়। এর পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।বিসিএস সিলেটের চেয়ারম্যান এএসএমজি কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: সোলায়মান আহসান তানভীরের পরিচালনায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া এবং মহাসচিব কামরুজ্জামান ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন বিসিএস টাঙ্গাইল শাখার ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন, সিলেট শাখার ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মোতাহির উল্লাহ, কোষাধ্যক্ষ মো: মসনুল করিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আহমদ শফিকুল হাসান ও মালেক আহমেদ চৌধুরী প্রমুখ।
সকলকে আগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিসিএস সিলেট শাখার বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান এএসএমজি কিবরিয়া। বিজ্ঞপ্তি