শেখ মনির জন্মদিনে যুবলীগের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৫:৫৭:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, শেখ মনি উপলব্ধি করতেন একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়বিচারসম্পন্ন জাতিরাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর নেতৃত্বের কোনো বিকল্প নাই। এসময় সিলেট জেলা ও মহানগর যুবলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি