ছাতকে খামারিদের ঘর নির্মানের চেক হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩৪:২২ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি)র’ আওতায় জলবায়ূ সহিঞ্চু ভেড়া ও ছাগল পালনের জন্য উপজেলার ৫০ জন খামারিকে ২৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল-হোসাইন ১ম ধাপে ১৪ জন খামারিদের মধ্যে ২৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। ক্রমান্বয়ে ৫০ জন খামারিদের মধ্যে ২৫ হাজার টাকা করে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।
চেক হস্তান্তরকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে টিকিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে।