বার্মিংহামে সিপিএএম’র বার্ষিক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮:০৯ অপরাহ্ন
লন্ডন থেকে সংবাদদাতা: বিদেশের মাটিতে টানা অষ্টম বারের মতো বৃহত্তর আকারে ক্রিকেট লীগের আয়োজন শেষে এ্যাওয়ার্ড বিতরণের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার (সিপিএএম) ইউকে।
ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গঠিত এই সংগঠনের উদ্যোগে রোববার রাতে বার্মিংহামের একটি কনভেনশন হলে আয়োজন করা হয় বার্ষিক এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র চমন লাল।