মৌলভীবাজারে ২৬৪ মামলার আলামত ধ্বংস
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৭:৪৩:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ২৬৪টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট’র নির্দেশনায় ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) মোহাম্মদ জগলুল হক’র উপস্থিতিতে ২৬৪টি নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয় ও নগদ ৩৩ হাজার ৯৮২ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়।
পাশাপাশি কোর্ট মালখানা অফিসারের আবেদনের প্রেক্ষিতে আদালত ভারতীয় জামদানী শাড়ি ৬৪৮ পিস, ভারতীয় তৈরী পুরুষের শাল চাদর ১৯৫ পিস, মহিলাদের শাল চাদর ৩০৫ পিস, মহিলাদের ত্রিপিছ-১৭৫টি, ব্লাউজ ৭৪১ পিস নিলামের আদেশ প্রদান করেন। এছাড়া আদালতের আদেশে ২ টি মোবাইল ফোন, ৪০ কেজি চাল, ১টি পানির পাম্প প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।