বিশ্বনাথ ও ওসমানীনগরের আইনজীবীদের সাথে শফিক চৌধুরীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৭:৫৩:০৫ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকার আইনজীবীবান্ধব সরকার। তিনি বলেন, আইনজীবীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার কাউন্সিল ভবন নির্মাণসহ বিভিন্ন ভবন নির্মান করে দিয়েছেন। যা সিলেটের প্রশিক্ষণরত আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘব করতে সহায়তা করে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
সোমবার দুপুর ২টায় সিলেটে অবস্থানরত বিশ্বনাথ ও ওসমানীনগরের আইনজীবীদের সাথে সিলেট জেলা দায়রা জজ বিল্ডিংয়ে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট শাহ মো. মাসাহিদ আলী, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট মো. রাজ উদ্দিন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম সমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট শাহ ফারুক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট আজমল আলী, এডভোকেট মিছবাউর রহমান, এডভোকেট জোবায়ের বখত জুবের, এডভোকেট মোমিনুর রহমান, এডভোকেট মোস্তফা দিলওয়ার, এডভোকেট সালেহ আহমদ হীরা, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জুয়েল আহমদ, এডভোকেট সাজ্জাদুর রহমান, এডভোকেট অহিদুর রহমান চৌধুরী, এডভোকেট মো. মুজিবুর রহমান, এডভোকেট মো. গিয়াস উদ্দিন, এডভোকেট মাহমুদুজ্জামান মাহমুদ, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এডভোকেট মো. হীরা মিয়া, এডভোকেট জয়শ্রী দাস জয়া, এডভোকেট তাহমিনুল ইসলাম খান, এডভোকেট পান্না লাল দাস, এডভোকেট খোকন দত্ত, এডভোকেট মইনুল ইসলাম ফারুক, এডভোকেট ইকবাল হক চৌধুরী, এডভোকেট মো. আশিক উদ্দিন, এডভোকেট জায়েদা বেগম, এডভোকেট শাহ আব্দুল আজিজ, এডভোকেট নির্মলেন্দু চৌধুরী পান্না, এডভোকেট সাখাওয়াত হোসেন রাজন, এডভোকেট মফিজুর রহমান মফি, এডভোকেট কিশোর কুমার কর, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট তাজ উদ্দিন, এডভোকেট তাজ রীহান জামান, এডভোকেট মনজুরুল আলম, এডভোকেট রাজন দেব বাবলু, এডভোকেট আব্দুল আলীম, এডভোকেট ওয়ারিছ উদ্দিন, এডভোকেট চান মিয়া, এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট মেহেদি হাসান সজল, এডভোকেট সামছুল ইসলাম, এডভোকেট মামুন আহমদ, এডভোকেট মো. আব্দুল্লাহ, এডভোকেট কামাল উদ্দিন, এডভোকেট হালিম আক্তার লিজা, এডভোকেট শিউলি আক্তার, এডভোকেট তাছলিমা আফরিন আঁখি, আমিরুল ইসলাম সাজন প্রমুখ। বিজ্ঞপ্তি