জগন্নাথপুরে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৭:৫৪:২৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসায় দি জগন্নাথপুর ইসলামিক সোসাইটি-সিলেট ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি-ইউকে এর উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণির কয়েক শতাধিক কোমলমতি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় পরীক্ষা হল পরিদর্শন করেন দি ইসলামিক সোসাইটি সিলেট এর চেয়ারম্যান মো.আবু তাইদ, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কবির, ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, ইসলামিক সোসাইটির সেক্রেটারি আবদুল কাইয়ূম, জগন্নাথপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আজিজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবু সালেক, উপজেলা স্কাউট সমিতির কোষাধ্যক্ষ সালিক মিয়া প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।