কুলাউড়ায় সাংবাদিক জিয়ার মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:৩৩:৩১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেটের নির্বাহী সম্পাদক, কুলাউড়া পৌরসভাধীন কাছিমনগর এলাকার বাসিন্দা সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়ার মাতা শামসুন নাহার খানম ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। জানা যায়, কাছিমনগর এলাকার বাসিন্দা মৃত সুবেদার মুজিবুর রহমানের স্ত্রী শামসুন নাহার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তার ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। এদিকে, মঙ্গলবার বেলা ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।