মৌলভীবাজার ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:৩৫:০৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: শিক্ষা, সেবা, উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় গঠিত স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘মৌলভীবাজার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে হুইল চেয়ার ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।
সোমবার বিকেলে ফাউন্ডেশন এর সভাপতি সাকিবুর রহমান মেরাজ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় মৌলভীবাজার সদর উপজেলার ৪নং কাগাবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আব্দুর রহিম মিয়াকে হুইল চেয়ার ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, দপ্তর সম্পাদক সজিব আহমেদ, যুব সম্পাদক এবাদুর রহমান, নির্বাহী সদস্য আজমল হোসেন, রাবেল মিয়া, মাহি উদ্দিন, উপদেষ্টা আব্দুল কাইয়ুম ও আশরাফুল হক জুবেল, সদস্য মনজুরুল ইসলাম নয়ন, ছিদ্দেক মিয়া ও আব্দুস সামাদ প্রমুখ।