ডা. আব্দুল মালিকের মৃত্যুতে আরিফুল হকের শোক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:৪৭:৪৩ অপরাহ্ন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
শোকবার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। একাধারে একজন সফল চিকিৎসক, শিক্ষাবিদ ও সমাজসেবকের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি