ডা. আবদুল মালিকের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:৪৮:২০ অপরাহ্ন
বরেণ্য চিকিৎসক, প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. আবদুল মালিকের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি গভীর শোক প্রকাশ করেছে।
পৃথক শোকবার্তায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মরহুম জাতীয় অধ্যাপক ড. মালিকের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবদুল মালিকের মৃত্যু আমাদের দেশ, জাতি এবং চিকিৎসক সম্প্রদায়ের জন্য একটি অপরিসীম ক্ষতি। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার অগ্রগতির প্রতি তাঁর নিবেদন অতুলনীয়। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ডা. মালিকের উত্তরাধিকার স্বাস্থ্যসেবা পেশাদারদের ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বিজ্ঞপ্তি