দক্ষিণ সুরমা কলেজ কর্মকর্তা মন্তাজ আলী’র ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৫:৪৯:২০ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সরকারি কলেজ কর্মকর্তা (অফিস সহকারী কাম প্রধান হিসাব রক্ষক) মন্তাজ আলী আর নেই। তিনি সোমবার সকালে দক্ষিণ সুরমার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ যোহর দক্ষিণ সুরমা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মছব্বির চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মতিউর রহমান। বিজ্ঞপ্তি