জগন্নাথপুরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ২৫
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৬:৪৬:৩২ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে আহতরা হলেন, স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান মিলাদ, ইউসুফ মিয়া, হাসান আহমদ, ইজাজুল ইসলাম, সুহেল মিয়া, তারকাছ মিয়া, গোলাপ মিয়া, সুলেমান হোসেন, দিলোয়ার হোসেন, রাহিমা বেগম, জইন উদ্দিন, সাজ্জাদুর রহমান, মুহিবুর রহমান, জিহাদ মিয়া, রিয়াদ মিয়া, জুনু মিয়া, শানুর মিয়া, নাইম আহমদ, লুবন মিয়া, আজির উদ্দিন, খলিল মিয়া। এর মধ্যে অধিকাংশ আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, গত রোববার বিকেলে ফুটবল খেলা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে ইউপি সদস্য আতাউর রহমান মিলাদ ও মজিদ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি শালিসে নিস্পত্তির কথাও ছিল। এর মধ্যে পরদিন সোমবার স্থানীয় শিবগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় মিলাদ পক্ষের ইউসুফ মিয়া আহত হন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরই জের ধরে ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয়পক্ষের কয়েকজনকে আটক করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে থানায় আনা হয়েছে।