ডাঃ মালিকের মৃত্যুতে ইবনে সিনা হাসপাতালের শোক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৬:৪৭:০৫ অপরাহ্ন
বাংলাদেশের চিকিৎসা জগতের অনন্য কিংবদন্তি, হৃদরোগ চিকিৎসার পথিকৃত, বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক সিলেটের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ এম.এ মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও পরিচালকবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তা’য়ালা তার ভুলত্রুটিকে ক্ষমা করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।
উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ এম.এ মালিক ২০০৯ সালের ১০ এপ্রিল ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন। এজন্য ইবনে সিনা পরিবার তাকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন প্রতিভাবান ও গুণী চিকিৎসককে হারালো যার অভাব অপূরণীয়। বিজ্ঞপ্তি