দক্ষিণ সুরমায় পুকুরে মিলেলো লাশ
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৮:১১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা উপজেলায় নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শাহসিকন্দর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শায়েফুল হক চৌধুরী (৪৮)। তিনি ওই গ্রামের মৃত মাহমুদুল হক চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) জানান- শায়েদুল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার দিন থেকে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন তার দেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনা¯’লে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।