২০৪০ সালের মধ্যে বরফশূন্য হবে মাউন্ট কিলিমাঞ্জারো
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৮:৩৮:৪০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: মাউন্ট কিলিমাঞ্জারোতে জমে থাকা বরফের স্তর ২০৪০ সালের মধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে উধাও হয়ে যাবে বলে দাবি করেছে বিশ্ব গবেষকদের একটি দল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে তাপপ্রবাহ। ফলে বিভিন্ন পর্বতে জমাট বেঁধে থাকা বরফও গলে যাচ্ছে দ্রুত।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০১১-২০২০ সাল পর্যন্ত এক দশককে ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার রেকর্ড হয়েছে। ফলে হিমবাহ ও বরফস্তর গলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। আর এই উষ্ণায়ন বহাল থাকলে পর্বতচূড়ায় জমা হিমবাহ আরো দ্রুত গলবে এবং বেড়ে যাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। গত দশকে অ্যান্টার্কটিকার হিমবাহও গলেছে উদ্বেগজনক হারে। অপ্রত্যাশিত এই উষ্ণায়ন চলতে থাকলে সমুদ্রপৃষ্ঠেল উচ্চতা বেড়ে তলিয়ে যেতে পারে বিশ্বের অনেক নিম্নাঞ্চল। এমন শঙ্কাই করছেন গবেষকরা।