বিশ্বনাথে বিএসটিআই’র অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৫:৩৫:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের নেতৃত্বে বুধবার এই অভিযান চালায় তারা।
এসময় বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতীত মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে সেবা বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।