শিক্ষাবিদ আব্দুল মালিকের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৬:০৭:২৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি : ছাতকের শিক্ষাবিদ, নতুনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও খুরমা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক ইন্তেকাল করেছেন। বুধবার ভোরে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুল মালিক ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের মরহুম আকিল মামদের পুত্র। বর্তমানে তিনি ধারণ নতুন বাজার এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।শিক্ষাবিদ আব্দুল মালিকের প্রথম নামাজে জানাযা বুধবার বাদ যোহর ধারণ বাজারে অনুষ্ঠিত হয়। মরহুমের নিজ গ্রাম দড়ারপারে বাদ আসর ২য় জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।