সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৬:৪৯:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, পৌর মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমূখ। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের কার্যালয়ের সামন থেকে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। এর আগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র নাদের বখ্ত, সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক বিমান কান্তি রায়, জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক প্রমুখ।