সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ১:১৮:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে খাজা এন্টারপ্রাইজ নামের (ঢাকা-মেট্রো-জ-১১-০২২৮) একটি মিনিবাস লকদমতলী বাস টার্মিনালের পাশে যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। সেখানে বাসটি রেখে চালক ও হেলপার পাশে হোটেলে চা ল-নাস্তা করতে যান। এসময় হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটক করাও সম্ভব হয়নি, তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।