জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৭:১৫:২৮ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের গয়াসপুর নামক স্থানে। নিহতরা হলেন, ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের আবাব মিয়ার ছেলে রবিন মিয়া (১৮) ও একই উপজেলার ভাতগাঁও গ্রামের আনা মিয়ার ছেলে নাহিদুল হক (১৮)। এছাড়া আহত হয়েছেন গাগলাজুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে মকসুদ মিয়া (২০)।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে ৩ আরোহী জগন্নাথপুরে আসার পথে গয়াসপুর নামক স্থানে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়। আরেক আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. সৃজনা সরকার তমা জানান, হাসপাতালে আসার আগেই ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরেকজনকে সিলেট ওসমানীতে রেফার করা হয়।