সুনামগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৭:০৮:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, এ জেলায় আমি আগেও কাজ করেছি। চেনাজানা হাওরের জেলায় এখন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি। হাওরের ফসলরক্ষা বাঁধ, জলমহাল এখানকার বড় সমস্যা। জেলার সম্ভাবনা ও সমস্যা চিহ্নিত করে উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডাক্তার মনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আল হেলাল, সেলিম আহমদ তালুকদার ও কর্ণ বাবু দাস প্রমুখ।