নেতাকর্মীদের মুক্তি দাবি স্বেচ্ছাসেবক দলের
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৭:১৪:৫৮ অপরাহ্ন
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, ছাত্রদল নেতা লিমন ও রাসেল খানসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ ক্ষোভ প্রকাশ করে বলেন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করে চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ঠেকানো যাবেনা। বিবৃতিতে অবিলম্বে সকল রাজবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি