বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৭:১৭:৪৯ অপরাহ্ন
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সাওয়াল বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক নয়। আমাদের দুদেশের সম্পর্ক আত্মিক এবং পারস্পরিক সমতা ও ন্যায্যতার।
তিনি বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ সিলেট আয়োজিত ‘স্বাধীনতার ৫২ বৎসর: বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার কর্তৃক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানকে মৈত্রী দিবস উপলক্ষে পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদনানন্দ ভট্টাচার্য, সাংবাদিক আল আজাদ ও লেখক আব্দুল মালিক।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সদস্য সচিব মুক্তাদীর আহমদ মুক্তা। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন গীতবিতান, সিলেটের শিল্পীরা। বিজ্ঞপ্তি