দুর্নীতি মুক্তকরণ ফোরামের র্যালী শনিবার
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৭:২৪:২৫ অপরাহ্ন
৯ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণজমায়েত, দুর্নীতি বিরোধী র্যালি, পরে কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট নেতাকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বিজ্ঞপ্তি