নেতাকর্মীদের মুক্তি দাবী ড. এনামুল হকের
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৭:৩৪:১৭ অপরাহ্ন
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ একের পর এক নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে মাহবুব-আফসর-আহসানসহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
এক বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, সরকার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমাতে সারাদেশের ন্যায় সিলেটেও বিএনপির দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার চালাচ্ছে। গত সপ্তাহে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ ৫ ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার নগরী থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই বিএনপির বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। একের পর এক গায়েবী মামলা দেয়া হচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে মাহবুবুল হক চৌধুরী, আফসর খান, ফজলে রাব্বি আহসানসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিজ্ঞপ্তি