সিলেট জেলায় ভিটামিন এ ক্যাপসুল খাবে ৪ লাখ ৩৪ হাজার শিশু
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৩, ৯:১৬:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে আগামী ১২ ডিসেম্বর সোমবার সারাদেশের মতো সিলেটেও সাড়ম্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। দিনব্যাপী এ ক্যাম্পেইনে সিলেটে জেলায় এবার ৪ লাখ ৩৪ হাজার ৮৬ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
এসময় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে সিলেট জেলায় (মহানগর এলাকা ব্যতিত) ৬-১১ মাস বয়সী ৪৭ হাজার ৬৫৫ শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লক্ষ ৮৬ হাজার ৪৩১ শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি জন্মের পরপর নবজাতককে শালদুধ খাওয়ানো, ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো; শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর বার্তাও প্রচার করা হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। সিলেট জেলার ১৩ উপজেলায় ভিটামিন এ ক্যাম্পেইনের মোট স্থায়ী কেন্দ্র ১৩টি এবং অস্থায়ী কেন্দ্র ২৪০০টি।
মতবিনিময়ের মূল প্রেজেন্টেশনে ক্যাম্পইেনের গুরত্ব তুলে ধরে বলা হয়, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ কমায়, অন্ধত্ব দূর করে। এছাড়া ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেলে কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এজন্য শিশুদেরকে বাড়ির পাশের কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তবে অসুস্থ শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
প্রেজেন্টেশনে জানানো হয়, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়ার মত রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্তাল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়।
মতবিনিময়ে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার। পরিচালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের এমও সিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়। এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো: সালাহ উদ্দিন ও সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
মতবিনিময়ে জানানো হয়, যদি কোনো শিশু নির্দিষ্ট দিনে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে গেলে পরবর্তীতে নিকটস্থ টিকা কেন্দ্রে খাওয়ানো যাবে। ক্যাম্পেইনের পর ১৫ দিন পর্যন্ত ভিটামিন-এ প্লাস ক্যাপসুল টিকা কেন্দ্রে পাওয়া যাবে।