মোল্লারগাঁওয়ে আওয়ামীলীগের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৫:৩০:০৪ অপরাহ্ন
সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশকে উন্নয়নের মাধ্যমে অনেক পরিবর্তন করেছেন। জনগণ এর সুফল ভোগ করতে সক্ষম হচ্ছেন। এ উন্নয়নের ধারাবাহিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে দলীয় নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।
এমপি হাবিবুর রহমান হাবিব বুধবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুমিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন দেবনাথ সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ-সভাপতি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, আওয়ামী লীগ নেতা আলতাব আহমদ, সাজিদুর রহমান মঞ্জুর, লিয়াকত আলী, আব্দুস ছবুর, আব্দুস ছাত্তার, কয়েস আহমদ, ফয়সল আহমদ, বাদশা মিয়া, আফতাব উদ্দিন, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, জাকির হোসেন মেম্বার, হাসি রাণী মেম্বার, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, সাহেদ আহমদ, জুনেদ আহমদ, ছাত্রলীগ নেতা আছাদ আহমদ, মিনহাজ উদ্দিন, মুসফিকুর রহমান রনি, ইসমাইল হোসেন, আবাছ আহমদ, ইমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি