বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা আজ
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৫:৩৪:৪৫ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২৩ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ সিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।আলোচনা সভার আগে সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানগুলোতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার। বিজ্ঞপ্তি