মৌলভীবাজারে পাক হানাদার মুক্ত দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৭:৩৫:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতারিত করে মৌলভীবাজার শহর শত্রুমুক্ত করা হয়েছিল। এই দিনটিকে প্রতি বছরে মৌলভীবাজার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিজয় র্যালী ও মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিতে সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মনজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাহুর রহমান, পৌর মেয়র মো: ফজলুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো: জামাল উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি ও মৌলভীবাজার আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল রহিম শহিদ (সিআইপি) সহ অন্যান্যরা।