জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৭:৩৯:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
শুক্রবার তিনি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার মসজিদে জুম্মার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাবেক সহ-সভাপতি সায়মন আহমদ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ সাথে ছিলেন। পরে পৌর শহরের ইকড়ছই মির্জাবাড়ী লাইব্রেরি পরিদর্শন করেন মন্ত্রীসহ নেতৃবৃন্দ।