জগন্নাথপুরে সাবেক চেয়ারম্যান সাজ্জাদুর রহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৭:৪০:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী সাজ্জাদুর রহমান (৮০) আর নেই। বার্ধক্য ও হৃদরোগজণিত কারণে তিনি ৭ ডিসেম্বর সকালে আমেরিকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমানের দাফন আমেরিকায় হবে বলে শুক্রবার কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মাস্টার মিজানুর রহমান নিশ্চিত করেছেন।