মৌলভীবাজার-১ আসনে জাপার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৭:৫৩:০৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সুনাম উদ্দিনকে আহ্বায়ক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক আলী আজাদকে সমন্বয়ক ও শাহাব উদ্দিনকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন জাপা নেতা সুলেমান মিয়া, সুনু মিয়া, মাসুদুর রহমান পারভিন, আমির উদ্দিন, মাসুদুর রহমান তাজ। সদস্যবৃন্দ হলেন- বাবরুল হোসেন রিয়াজ, কামাল আহমদ চৌধুরী, ফরাস আহমদ রাজু, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, হাফিজুর রহমান দিলু ও আব্দুন নুর।