একসঙ্গে এসএমপি’র ছয় থানার ওসিসহ বিভাগের ২৬ জন বদলি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৩, ৮:০০:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একসঙ্গে সিলেট বিভাগের ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। এরমধ্যে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬ থানার ওসি’র নামও। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ বদলির অনুমোদন দেয়।
তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন শিপনকে কোতোয়ালি থানায়, জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে কমলগঞ্জ থানায়, মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে জুড়ী থানায়।
এছাড়া হবিগঞ্জের লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়াকে এসএমপি’র এয়ারপোর্ট থানায়, মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে শাহপরাণ (রহ:) থানায়, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফকে মোগলাবাজার থানায়, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে জালালাবাদ থানায়, গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুলকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমেদকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিনকে গোলাপগঞ্জ মডেল থানায়, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে ওসমানীনগর থানায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে রাজনগর থানায়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে কানাইঘাট থানায়, রাজনগর থানার ওসি বিনয় ভ‚ষণ রায়কে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীকে বড়লেখা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে দিরাই থানায়, শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলামকে জগন্নাথপুর থানায়, শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরীকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে শাল্লা থানায়, দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেনকে শান্তিগঞ্জ থানায়, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়কে হবিগঞ্জের চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।